শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

শ্রীনগরে আশ্রয়ণ প্রকল্পে ঘর কেনাবেচার অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি অর্থায়নে নির্মিত হতদরিদ্রদের আশ্রয়ণ প্রকল্পের ঘর কেনাবেচা করার অভিযোগ উঠেছে। উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের নতুন বাজার (কলা গাইচ্ছা) এলাকায় হতদরিদ্রদের জন্য ৪৫টি ঘর তৈরি করা হয়। আশ্রয় প্রকল্পের সভাপতি নুরু শেখ ও সদস্য আজিবরসহ একটি সিন্ডিকেটে টাকার বিনিময়ে এই কেনাবেচা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আড়িয়ল বিলের পাশে আশ্রয়ণ প্রকল্পটিতে বসবাস করছেন কয়েকটি পরিবার। সাংবাদিক পরিচয় পেয়ে এসময় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী নারগিস বেগম, শাহিন শেখ, কল্পনা বেগম, মনখুশিসহ অনেকেই এগিয়ে আসলেও ঘর বিক্রি করার বিষয়ে তারা কেউ মুখ খুলতে চাননি। এখানে বসবাসকারী আজিবর ঘর বিক্রির বিষয়ে বলেন, ‘কয়েক লাখ টাকার বিনিময়ে এখানে দু-একটি ঘর বিক্রি করা হয়েছে শুনেছি। তবে ক্রেতা বা বিক্রেতার নাম বলা নিষেধ আছে ভাই।’

নাম প্রকাশ না করার শর্তে আশ্রয়ণ প্রকল্পের একজন বলেন, ‘কমিটির সভাপতি মো. নুরু শেখও এ প্রকল্পের ঘর ক্রয় করেই এখানে বসবাস করছেন। তার মতো অনেকেই এখানে বরাদ্দ প্রাপ্ত কোন না কোন ব্যক্তির নিকট থেকে টাকার বিনিময়ে ঘর কিনে বসবাস করছেন। ’

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা স্বশরীরে গিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরের মধ্যে কোন প্রকার আলাদা ভাবে স্থাপনা করতে নিষেধ করলেও তা মানা হচ্ছে না। উপজেলার সদর ইউনিয়নের হরপাড়ার আজিবর ওই আশ্রয়ণ প্রকল্পের এফ-৫ রুমে বসবাস করছেন। তিনি এর বাইরে ইচ্ছে মাফিক আলাদা ভাবে টিনের ঘর ও আলাদা আরেকটি রান্না ঘর তুলেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নূরু ও আজিবর ঘর কেনাবেচায় সহযোগিতা করে সুবিধা ভোগ করেন। এমন অনেকেই রয়েছেন যারা কেন্দ্রের নিয়ম ভঙ করে চলেছেন। এছাড়া বরাদ্দ প্রাপ্ত কেউ কেউ নিজে বসবাস না করে ভাড়া দিয়েছেন।

ঘর কেনাবেচার বিষয়ে প্রকল্পের সভাপতি মো. নূরু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানকার সভাপতি হওয়ার আগেও ঘর বিক্রি হয়েছে। আমি এর সঙ্গে জড়িত নই। তার ঘরটিও তার নামেই বরাদ্দ হয়েছে বলে তিনি জোর দাবি করেন।’

ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, ‘প্রকল্পের ঘর কেনাবেচা করার কোন সুযোগ নেই। যদি কেউ না থাকতে চায় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবে। পুনরায় অন্য কোন হতদরিদ্র পরিবারকে সেখানে থাকার বন্দোবস্ত করা হবে। যদি কেউ প্রকল্পের ঘর কেনাবেচা করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close