কুমিল্লা প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

কুমিল্লায় ৩ কোচিং সেন্টার সিলগালা

সরকারি ঘোষণা অমান্য করে কোচিং চালানোর অভিযোগে কুমিল্লা শহরের তিনটি কোচিং সেন্টার সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় স্মরণী কোচিং সেন্টারের মালিক আলাউদ্দিন খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই এলাকার এফএম মেথড ও অদিতি নামের দুটি কোচিং সেন্টারকে দুইশ টাকা করে জরিমানা দেওয়া হয়।

গতকাল রোববার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ এই আদালত পরিচালনা করে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। র‌্যাব-১১ সূত্রে জানায়, সরকার সারাদেশে এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধের ঘোষনা দিলেও দেশের অন্যান্য স্থানের ন্যায় কুমিল্লার অনেকস্থানেও সেই নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করে আসছে অনেক কোচিং সেন্টার। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল জেলা ম্যাজিস্ট্রেট আবু সায়দীর নেতৃত্বে র‌্যাব-১১, সিপিসি-২ একটি দল নগরীর ঝাউতলা এলাকায় অভিযান চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close