পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

রেলওয়ের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা হবে

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন

‘সরকারের গৃহিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে রেলের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। রেলওয়ে স্টেশনগুলোকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলা হবে। পরবর্তী প্রজন্মের জন্য রেলওয়েকে একটি উন্নত যানবাহন ব্যবস্থা হিসাবে রেখে যাব।’ বলেন রেল মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন। গতকাল শনিবার পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও উত্তরের চার লাইনের জংশন স্টেশন উন্নয়ন কাজ পরিদর্শন কালে এসব কথা বলে।

তিনি বলেন, পশ্চিম অঞ্চলের রেলওয়ের পার্বতীপুর থেকে পঞ্চগড় ডুয়েল রেল স্থাপনসহ দেশের বেশ কিছু রেল যোগাযোগ ব্যবস্থাকে ব্রোডগ্রেজে পরিণত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ রেলওয়ের এডিজি সামসুজ্জামান, সিএক্স (ভারপ্রাপ্ত) ময়নুদ্দিন সরকার, জিএম (পশ্চিম) মো. খন্দকার শহিদুল ইসলাম, সিএমই (পশ্চিম) মৃনাল কান্তি বনিক, সিএমই (লোকো), মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিকসহ অন্যান্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close