মেহেরপুর প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

মেহেরপুরে দুই বাংলার শিল্পীদের মিলন মেলা

‘সুরের মূর্ছনা মানুষের মস্তিষ্ককে স্থিরতা দেয়’ এই স্লোগানে মেহেরপুরে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করেন ওস্তাদ করিম শাহাবুদ্দিন সঙ্গীত একাডেমি। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুই বাংলার উচ্চাঙ্গ সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ করিম শাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। ওস্তাদ করিম শাহাবুদ্দিন সঙ্গীত একাডেমির অধ্যক্ষ তাহমিনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যাপক (অব.) ড. গাজী রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জি এম নূর মোহাম্মদ।

পরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত শিল্পী পন্ডিত পুলক দাস, উজ্জল রায়, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. সুদ্বীপ চ্যাটাজি, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুসিমা দাস মজুমদারসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেহেরপুর নজরুল একাডেমির সম্পাদক মো. আব্দুল মজিদ এবং আতাউর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close