রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

রানীশংকৈলে বেহাল সড়কে নাজেহাল পরীক্ষার্থীরা

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় বেহাল সড়কে নাজেহাল হয়ে পড়ছেন পরীক্ষার্থীরা। চলমান এসএসসি পরীক্ষার ছয়টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে পৌরশহরের পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে চলাচলের সড়কটি খানাখন্দে ভরে থাকায় পরীক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বেহাল অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। এ পরীক্ষা কেন্দ্রে ২০টি বিদ্যালয়ের ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে বলে নিশ্চিত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বসাক।

গত সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দর ডিগ্রি কলেজ মহাসড়ক মোড় থেকে পৌরশহরের আওতাধীন পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রায় এক কিলোমিটার সড়কটি বেহাল। বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে বড় বড় খানাখন্দে ভরে গেছে। এ সড়কে অটোরিকশা, পাগলু কিংবা ভ্যানগাড়িগুলো চরম বিপজ্জনকভাবে চলাচল করছে পরীক্ষার্থীদের নিয়ে। সড়কটির বিভিন্ন খানাখন্দে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। আর অটোরিকশা, ভ্যানগাড়িগুলো খানাখন্দে পড়ে উল্টে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সড়কটির অন্তত সাতটি জায়গায় অবস্থা বেশি ভয়ানক। যা সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে।

অভিভাবকদের অভিযোগ, এমন সড়কে আমাদের ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। সড়কটি সাময়িক হলেও সংস্কারে কোনো উদ্যোগ নেই প্রশাসনসহ পৌরসভা কর্তৃপক্ষের।

গত সোমবার পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাবেদ আলীর সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

পৌর মেয়র আলমগীর সরকারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনিও রিসিভ করেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close