সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

সিরাজগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবককে হত্যার দায়ে দুই ঘাতককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গত মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় দেন। এছাড়া দ-প্রাপ্ত দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদয়ে ৫ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো উল্লাপাড়া উপজেলার বালসা বাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩০) ও একই গ্রামের ফকির চাঁদের ছেলে আতাব আলী (৩২)। অপরদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ঘাতক আতাব আলী পলাতক রয়েছে।

জানা গেছে, ১৯৯৩ সালে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে রফিকুল ইসলামকে (২৫) কে আসামিরা অপহরণ করে। মুক্তিপন হিসেবে ২ লাখ টাকা দাবি করে। অপহরণের কয়েকদিন পর রায়গঞ্জ থানার ধলজান গ্রাম থেকে ঈধহৃতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা হলে পাঁচজনের বিরুদ্ধে চার্জসিট দেয় পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close