বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

বোয়ালমারীতে জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশ

ফরিদপুরের বোয়ালমারীতে জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওসি এ কে এম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কোন অভিযোগ পেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিনুল হক বাপ্পি, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, ইউএরও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আ.লীগের সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক আ. রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close