কুষ্টিয়া প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

মিরপুরে ইটের মাপ ছোট হওয়ায় ভাটা মালিককে জরিমানা

কুষ্টিয়া মিরপুরে ইটের মাপ ছোট হওয়ার অভিযোগে দুই ভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামান তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানাকৃত ভাটাগুলো হচ্ছে উপজেলার মশান গ্রামের হাজী নুর ইসলামের পিপিআর ব্রিকস ও শরিফুল ইসলামের এমআরবি ব্রিকস। আদালতের পরিচালক সেলিমুজ্জামান জানান, ওই ইটভাটায় নির্ধারিত মাপের চেয়ে ছোট সাইজের ইট বিক্রয় করে ভোক্তা ঠকানোর অভিযোগ প্রমাণ হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close