ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

ফুলবাড়িয়ায় আ.লীগ কর্মী হত্যা

অভিযুক্ত এসআইয়ের বিচার দাবিতে থানা ঘেরাও

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আন্ধারিয়া পাড়া গ্রামে আ.লীগ কর্মী সেলিম (৩৮) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাতে জামালপুর সদর থানা থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা খাতুন বাদি হয়ে রোববার রাতে ফুলবাড়িয়া থানায় দারোগা মোহাম্মদ আলী, তার পুত্র রিয়াদসহ ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এদিকে গতকাল সোমবার সকালে নিহত সেলিমের জানাযা শেষে আন্ধারিয়া পাড়া থেকে শত শত গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়িয়া থানায় ঢুকে পড়েন। এ সময় তারা এসআই মোহাম্মদ আলী ও তার পুত্র রিয়াদের ফাঁসির দাবি করেন। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তারা। নিহতের স্ত্রী মুক্তিযোদ্ধার কন্যা ফাতেমা খাতুন বলেন, ‘আমার স্বামীকে ঘাতক দারোগা মোহাম্মদ আলীসহ ৪-৫ জন নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। দারোগার নির্দেশে তার ছেলে রিয়াদ আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাদের গরুর খামারে। ওরা আমার দুটি শিশু সন্তানকে এতিম করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে, হত্যার রহস্য উৎঘাটনে আসামিদের জিঙ্গাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে সেলিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসআই মোহাম্মদ আলীর গরুর ফার্মে হাত পা বেধে পিটিয়ে গুরুতর আহতবস্থায় সড়ক দূর্ঘটনার কথা বলে মচিমহায় ভর্তি করা হয়। রোববার সকালে হাসপতালে তিনি মারা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close