পাবনা প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

সাঁথিয়ায় কলেজছাত্রী অপহরণ

১৫ দিনেও উদ্ধার হয়নি মামলা দায়ের

পাবনার সাঁথিয়া উপজেলার এক কলেজছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের প্রায় ১৫ দিন পার হলেও পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি। মেয়েকে ফিরে পাওয়ার আশায় তার বাবা পুলিশসহ বিভিন্ন স্থানে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। থানায় দায়ের করা অভিযোগ ও তার পরিবার সূত্রে জানা যায়, সাঁথিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করে ওই শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে তাকে শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের আলীর ছেলে আব্দুল্লাহ (২০) ওই ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু এতে সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জানুয়ারি বিকাল চারটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ইছামতী সেতুর কাছে ছাত্রীটিকে একটি সিএনজিতে জোর করে তুলে নিয়ে যায় আব্দুল্লাহ। এ ঘটনার পর ছাত্রীটির বাবা আত্মীয়স্বজন ও এলাকার মুরব্বিদের নিয়ে শাহাজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে আব্দল্লাহর বাড়িতে একাধিকবার যান। মেয়েকে ফিরে পেতে তিনি সব রকম চেষ্টা করেন। কিন্তু আব্দুল্লাহর পরিবারের লোকজন তাতে সাড়া না দেওয়ায় গত ৩০ জানুয়ারি তিনি শাহাজাদপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ মামলার আসামি আব্দল্লাহর ভাই বিপুলকে (১৮) গ্রেফতার করতে পারলেও প্রধান আসামি আব্দুল্লাহকে এখনও গ্রেফতার করতে পারেনি।

ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আসামিদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলায়। এর পরেও আমরা শাহাজাদপুর থানা পুলিশের সহযোগিতায় আসামিদের গ্রেফতারের পাশাপাশি মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এক আসামিকে গ্রেফতারও করেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close