ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

মাদক ব্যবসার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারপিট

বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সোহেল রানা (২০) নামের এক শিক্ষার্থীকে মারপিট করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে পৌর এলাকার সদরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা ওই পাড়ার মতিয়ার রহমানের ছেলে এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ি শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। মাদকদ্রব্য বিক্রির দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে একাধিকবার কারাগারে পাঠায়। কিন্তু কারাগার থেকে মুক্তিপেয়ে এলাকায় আবার মাদকদ্রব্য বিক্রি শুরু করে। সে প্রায়ই মাদক নিয়ে কলেজ ছাত্র সোহেলের বাড়ীর পাশ দিয়ে যাওয়া-আসা করে। শনিবার রাত ১০ টায় শরিফুল ওই পথে মাদকদ্রব্য বহনকালে সোহেল প্রতিবাদ করে। এসময় ক্ষিপ্ত হয়ে সে কলেজ ছাত্র সোহেলকে মারপিট করে। হামলায় সোহেলের মাথায় কেটে যায় এবং শরীরের বিভিন্নস্থানে জখম হয়। পৌর মেয়র এজিএম বাদশাহ্ বলেন, এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের অত্যাচার বৃদ্ধি পেয়েছে। নিরহ মানুষকে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায় করে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close