ফরিদপুর প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

সালথায় আধিপত্য বিস্তারে সংঘর্ষ : নিহত ১

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে রাসেল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল ওই গ্রামের মৃত আ. খালেক শেখের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মুঞ্জরুল ইসলামের সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি সদস্য লুৎফর মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান বলেন, হাসপাতালে নেওয়ার পথে রাসেল নামে এক যুবক মারা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও দুটি টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close