মেহেরপুর প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

দেশে বিনাচিকিৎসায় কেউ মারা যাবে না

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেছেন, দেশের একটি মানুষও খাবারের অভাবে, বিনা চিকিৎসায় মারা যাবে না। আর্থিক সংকটে কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। বর্তমান সরকার সব দায়-দায়িত্ব নিয়েছেন। ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে জেলা সমাজসেবা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সমাজসেবার উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৪০ জন রোগীর মাঝে জেলা সমাজসেবা অধিদফতর ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close