গাজীপুর প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

গাজীপুরে ৫ ভুয়া জজ ও ম্যাজিস্ট্রেট আটক

গাজীপুরে ভুয়া জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী প্রতারণা চক্রের তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার জেলার পোড়াবাড়ী ক্যাম্পে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১।

আটকরা হলো- টাঙ্গাইলের ধনবাড়ী থানার বলিভদ্র এলাকার মো. শাহজাহানের ছেলে মাসুদ রানা (৩৫), মাসুদ রানার স্ত্রী গুলশান আরা লিজা (২৮), ভুয়াপুর থানার মাটিকাটা এলাকার নাজির হোসেনের ছেলে রাজু আহম্মেদ (৪০), রাজু আহম্মেদের স্ত্রী আকলিমা আক্তার (২৫) ও পাবনা সদরের ভারেলা খাঁপাড়া এলাকার মোসলেম উদ্দিন সরদারের মেয়ে তাছলিমা খাতুন। র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-১-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিটি করপোরেশনের বাইমাইল এলাকার জনৈক নুরুল ইসলামের ছয় তলা বাসার একটি ফ্ল্যাটে ভুয়া জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী একটি চক্র অবস্থান করছে। পরে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে ১৪টি মোবাইলসহ আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close