মৌলভীবাজার প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে পরীক্ষা!

মেয়াদোত্তীর্ণ ক্যামিক্যাল দিয়ে পরীক্ষা করা হচ্ছে। নেই যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স। এমনকি রোগীদের কাছ থেকে পরীক্ষাবাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে বৃহস্পতিবার মৌলবীবাজারের জুড়ী উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডিএনসিআরপির মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানকালে মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করে জুড়ী থানা পুলিশ ফোর্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close