প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

প্রতিবন্ধীদের বিকাশে সবার ইশারা ভাষা জানা প্রয়োজন

‘ইশারা ভাষা সকলের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্থানে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সবা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপ-পরিচালক মো. ইমদাদুল হক প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. রোকসানা বেগম। বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক, মো. মিজানুর রহমান, নুরুল আমিন, মাহমুদ সরকার মিলন প্রমুখ।

হবিগঞ্জ : হবিগঞ্জে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিপরিচালক হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিসি (রাজস্ব) নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

ঝিনাইদহ : জেলার সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডিসি (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান। বক্তব্য দেন হাজী আমজাদ হোসেন অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্যরা।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এডিসি (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. বশির আহম্মদ পাটোয়ারী প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠিতে র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এডিসি (সার্বিক) মো. আরিফুল ইসলাম। সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে বক্তব্য দেন দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম, দৈনিক ঝালকাঠি বার্তা’র বার্তা সম্পাদক চিত্তরঞ্জন দত্ত প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close