ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

আশুগঞ্জ সার কারখানা বন্ধের পর ফের উৎপাদনে

যান্ত্রিক ক্রটির কারণে ২৩ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ফের শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। র্দীঘদিন বন্ধ থাকায় কারখানায় প্রতিদিন ১৩শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছিল।

জানা গেছে, গত ১৫ জানুয়ারী কারখানার বয়লারে ক্রটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শেষ করে উৎপাদন শুরুর চেষ্টা করলে ৩০ জানুয়ারী কারখানার সিনথেসিস গ্যাস টারবানে জ্বালানি লিকেজ হয়ে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পূনরায় মেরামত শেষে বৃহস্পতিবার সকালে কারখানার উৎপাদন শুরু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close