কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

কুড়িগ্রামে মাদ্রাসাছাত্র হত্যাকান্ড

অভিযুক্তদের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামের চান্দামারী ফাজিল ডিগ্রী মাদরাসার ১০ম শ্রেণির মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল হাদী বকসীর হত্যাকান্ডের প্রতিবাদে ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে তারা। মানববন্ধনে চান্দামারী ফাজিল ডিগ্রী মাদরাসা, ফরকেরহাট কেরামতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পান্থাপাড়া বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে জনসম্মুখ্যে ৭/৮জন আব্দুল্লাহ আল হাদীকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৪ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। আব্দুল্লাহ আল হাদী উমর মজিদ ইউনিয়নের বকসী পাড়া গ্রামের হাফেজ মোহাম্মদ আলীর পুত্র।

এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ আলী বাদি হয়ে ১০ জনকে আসামিকে করে মামলা দায়ের করেন। মামুন ও মিজানুর নামের দুই আসামিকে আটক করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close