ভোলা প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

ভোলায় ১৮ মণ জাটকা জব্দ

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ১৮ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের যৌথ অভিযানে মেঘনা নদীতে কর্নফুলী-৯ নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে তিন মণ ও তেঁতুলিয়া নদীতে ট্রলারে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করা হয়। গতকাল বুধবার জব্দকৃত জাটকা ভোলা সদর উপজেলা কর্মকর্তা কামাল হোসেন ও সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (৯ ইঞ্চির কম) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close