রাঙামাটি প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

রাঙ্গামাটিতে কৃষক প্রশিক্ষণ

রাঙামাটিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের তিন দিনব্যাপী গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে রাঙামাটি যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা শুরু হয়। এতে ৪০জন উপকারভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি যুব উন্নয়ন অধিদফতরের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সত্যপ্রিয় চাকমা, প্রশিক্ষনার্থী মিতা চাকমা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, গবাদী পশু পালনের পাশাপাশি অনাবাদি জমিতে চাষ করেও খামারীদের স্বাবলম্বি হওয়া সম্ভব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close