মেহেরপুর প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০১৯

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস

বছরে সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ২০১৮ সালে সাড়ে চার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ের পরিধি আরো বৃদ্ধির লক্ষে সেবার মান উন্নতিতে তৎপর হবেন বলে কর্মকর্তাদের দাবি।

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে আঞ্চলিক এ পাসপোর্ট অফিস চালু হবার পর এই প্রথম অতিরিক্ত রাজস্ব আদায়। যা গত চার বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তবে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শুরু হবার পর থেকে এমনটা সুফল বলে মনে করা হচ্ছে। আঞ্চলিক কার্যালয়ের ২০১৮ সালে বিভিন্ন শ্রেণিতে মোট ৩ হাজার ৫৫৯টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। যার বিপরিত সংগৃহিত মোট ৪ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ১০০ টাকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াসীন জানান, ২০১৮ সালে বিভিন্ন শ্রেণিতে মোট ৩ হাজার ৫৫৯টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। যার বিপরিত প্রায় সাড়ে চার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পর্যাপ্ত লোকবল থাকলে সেবার মান বেড়ে যাবে এবং আরো বেশি রাজস্ব আদায় সম্ভব হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close