ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০১৯

নাসিরনগরে জমি বিরোধে শিশু খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে ৪ বছরের শিশু কন্যা আমেনা বেগম খুন হয়েছে। গতকাল সোমবার সকাল প্রায় ১০টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানিয় সূত্রে জানা যায়, সোমবার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে হারুন ও রোমানের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে জসিমের লোকজন হারুনকে মারধর করে। হারুনকে বাঁচাতে তার ৪ বছরের মেয়ে আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে হারুন মিয়া (৩৫), সেলিনা আক্তার (২৮), মোছা. ছালেকা (৫০), বেদনা খাতুন (৩০), আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, এখনও থানায় কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওসি মো. সাজেদুর রহমান জানান, এর আগেও একটি হত্যাকান্ডের ঘটনায় রোমানের দল হারুনের দলের লোকজনকে আসামি করে মামলা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close