নোয়াখালী প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০১৯

নোয়াখালীতে খুদে শিক্ষার্থীদের পিঠা উৎসব

নতুন প্রজন্মের সঙ্গে গ্রামবাংলার পিঠাগুলোর পরিচয় করিয়ে দেওয়ায় লক্ষ্যে নোয়াখালীর চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমিতে হরেকরকমের পিঠা উৎসবের আয়োজন করেছে শিক্ষার্থীরা। পিঠা উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হানিফ। গতকাল সোমবার দিনব্যাপী পিঠা উৎসবে ১৩০ জন খুদে শিক্ষার্থী ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করে।

পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলের মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সাংবাদিক মো. মাসুদ পারভেজ প্রমুখ। সোমবার দিনব্যাপী পিঠা উৎসবে ১৩০ জন খুদে শিক্ষার্থী ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করে। সভাপতিত্ব করেন সাইফুল্যাহ কামরুলের। পিঠা উৎসব শেষে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close