নাটোর প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৯

সিংড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। গতকাল শুক্রবার দুপরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত আলমগীর বাঁশবাড়িয়া গ্রামের মাহমুদ আলী প্রামানিকের ছেলে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পলিশ।

সিংড়া থানার এসআই (তদন্ত) নেয়ামুল ইসলাম, নিহতের খালাতো ভাই আনিসুর রহমান ও এলাকাবাসী জানান, সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুস সালাম ও স্থানীয় মেম্বার কালাম হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বিরোধপূর্ন সেই জমিতে কালাম মেম্বার লোকজন নিয়ে সেচ দিতে যায়। এ সময় আব্দুস সালাম তাদের বাঁধা দিলে কালাম মেম্বারের লোকজন আব্দুস সালামকে মারধর করে। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাম মেম্বারের সমর্থক আহত আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close