মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০১৯

মানিকগঞ্জে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কৃষকরা

সরকারি খাল ভরাট করে ট্রাক চলাচলের রাস্তা তৈরি ও ফসলি জমির মাটিকাটার প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা। গতকাল শুক্রবার দুপুরে ঘিওর উপজেলা দৌতরা গ্রামের চকে ফসলি জমিতে এ মানববন্ধন পালন করেন কৃষকরা। কৃষকরা জানান, ঘিওর উপজেলার দৌতরা গ্রামের তিন ফসলি জমি থেকে স্থানীয় প্রভাবশালীরা মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছেন। মাটি কেটে নেওয়ার জন্য অন্য কৃষকের ফসলি জমির ওপর জোর করে ট্রাক চলাচলের রাস্তা তৈরি করেছে এবং সরকারি খালে মাটি ফেলে ভরাট ট্রাক চলাচলের জন্য রাস্তাও তৈরি করা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। মাবনবন্ধন চলাকালে কৃষক আব্দুল হাই, হেলাল উদ্দিন, ফরহাদ হোসেনসহ অন্য কৃষকরা বক্তব্য রাখেন। মানববন্ধনে কৃষকরা ফসলি জমি থেকে মাটিকাটা বন্ধ ও খালের ওপর মাটি দিয়ে বাঁধ অপসারণের দাবি করেন এবং এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close