ভোলা প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

ভোলায় ভেদুরিয়া ইউনিয়নে বাল্যবিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষণা

ভোলার সদর উপজেলার ভেদুরিয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (চর ভেদুরিয়া) গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শপথ নেয় এলাকাবাসী। গত বুধবার বিকালে ব্যাংকের হাট কাটা বনিয়া খেলার মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ডের সভাপতি খলিলুর রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন-ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মাস্টার। এ সময় তিনি স্থানীয় কয়েকশ অভিভাবক ও কিশোর-কিশোরীদের বাল্যবিয়ে রোধে শপথ বাক্য পাঠ করান। আরো উপস্থিত ছিলেন- ইউনিসেফ এর সিফরডি অফিসার সনজিত কুমার দাস, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্র্তা মো. ইকবাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাছান, এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আব্দুস সালাম, কোস্ট ট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close