কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

কুলাউড়ায় সোয়া লাখ টাকায় মৃত্যুর রফা

পিকআপ ভ্যানচাপায় শ্রমিক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে লছমনিয়া রবি দাস (৪৫) নামক এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের নতুন লাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় স্থানীয় দুই চেয়ারম্যানের উপস্থিতিতে ১ লাখ ২৫ হাজার টাকা বিষয়টি নিষ্পত্তি করা হয়। এ নিয়ে চা শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় কালিটি চা বাগানের নতুন লাইন এলাকায় ইটবোঝাই দ্রুতগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৬৬১৪) লছমনিয়া রবি দাসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাগানের শ্রমিকরা উত্তেজিত হয়। পিকআপ ভ্যানের মালিক কাজল মিয়া বিষয়টি আপোষ নিষ্পত্তির জন্য কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক ও কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহানের কাছে যান। পরে তারা বিষয়টি আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেন। পিকআপ ভ্যানের মালিক কাজল মিয়াকে নিহতের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। এ বিষয়টি স্বীকার করে ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক জানান, পিকআপ ভ্যানের মালিক কাজল মিয়া নিহতের পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা দেবেন। কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশকে অবগত করে লাশের সৎকারের সিদ্ধান্ত হয়। ওসি মো. শামীম মুসা জানান, বাগানের লোকজন কোন অভিযোগ করবে না। লাশের ময়নাতদন্তও করতে দেয়নি। বাগান পঞ্চায়েত নাকি আপোষ নিষ্পত্তি করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close