আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

আমতলী উপজেলা হাসপাতালের সামনে নেই স্পিড ব্রেকার

বরগুনার আমতলী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে স্পিড ব্রেকারের অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাসপাতালের সামনে দুর্ঘটনা এড়াতে আমতলী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাসপাতালের সামনের অংশে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ ও রোগীর স্বজনরা। জানা গেছে, আমতলী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশে আমতলীর ৫০ শয্যার হাসপাতাল। হাসপাতালের সামনের সড়কে কোন স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই ঘটছে ছাট-বড় দুর্ঘটনা। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। দ্রুত গতিতে চলা এসব যানবাহনে প্রায়ই ঘটছে এসব দুর্র্ঘটনা। স্পীড ব্রেকার থাকলে চালকরা দ্রুত গতিতে গাড়ি চালাতে পারতেন না বলে দাবি স্থানীয়দের। উপজেলার সময় ডায়গনষ্টিক সেন্টারের স্বত্তাধকারী চৌধুরী রাকিবুল ইসলাম রাজু বলেন, হাসপাতালের সামনের সড়কে স্পীড ব্রেকার না থাকায় রাস্তা পারাপারের সময় রোগীদের সাথে আগত শিশু, বৃদ্ধ ও পথপথচারী আহত হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, হাসপাতালের সামনের সড়কের পূর্ব পাশে ওষুধের দোকান ও ডায়গনিষ্টক সেন্টার রয়েছে। এ সব প্রতিষ্ঠানে রোগী ও তাদের স্বজনরা আসা যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এখানে স্পীড ব্রেকার নির্মাণ করা হলে দুর্ঘটনা ঘটতো না। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মাদ শামস মোকাদ্দেস বলেন, হাইওয়ে সড়কে স্পীড ব্রেকার নির্মাণ করা হয়না। স্পীড ব্রেকার নির্মাণ করা হলে রোগী আসা-যাওয়া আরো কষ্টকর হবে। এক্ষেত্রে সকলকে একটু সচেতনভাবে রাস্তা পারাপার হওয়ার অনুরোধ করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close