নাটোর প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

নাটোরে শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপ

নাটোরে নারী শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ভিত্তিক অল ফর ওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরের বনলতা বালিকা উচ্চবিদ্যালয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ সময় উদ্যোক্তারা শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য, নিরাপদ স্পর্শ ও নেতৃত্ব বিষয়ে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, এই ওয়ার্কশপ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে তাদের একদিকে যেমন মাসিক কালিন স্বাস্থ্য সচেতনতা বাড়ছে তেমনি নিরাপদ স্পর্শ সম্পর্কে জ্ঞান লাভ করে নিজেদেরকে রক্ষা করতে শিখছে। এতে তারা নিজেদের স্বাস্থ্য নিরাপদ রাখার সাথে সাথে নিজেদের রক্ষা করার পথ নির্দেশনা পাচ্ছে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক কামরুন্নেসা মীরা, ম্যানেজার ফারিহা তাসরীন খান, প্রোগ্রাম অ্যাসিষ্ট্যান্ট সৈয়দা সাদিয়া কবির, মনিরা মনি জিনিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close