ঝিনাইদহ প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার বেতাই গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উপভোগ করেন। পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রতিযোগিতাকে ঘিরে বাড়তি আকর্ষণ ছিল আনন্দ মেলা। এর মধ্যে ছিল নাগরদোলাসহ বিভিন্ন ধরনের স্টল। আয়োজকরা জানান, ছয় বছর ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ঝিনাইদহ, বারোবাজার, যশোর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে ২০টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে এ খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close