রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৯

অবৈধ ৭ ইটভাটা বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে সাতটি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার ও চারিতালুক এলাকায় অবস্থিত এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়। ইটভাটাগুলো হলো মেসার্স আর এম বি ব্রিক ফিল্ড, মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স রূপগঞ্জ ন্যাশনাল ব্রিকস, মেসার্স মানিক চেয়ারম্যান ব্রিক্স, মেসার্স ভুইয়া ব্রিক মার্ট, মেসার্স চারিতালুক ব্রিক ফিল্ড ও মেসার্স বড় বাড়ি ব্রিক কোম্পানী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান মিয়া, জেলা পরিবেশ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক নয়ন মিয় প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close