পটুয়াখালী প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৯

শিশুকন্যা হত্যার দায়ে পাষন্ড পিতার যাবজ্জীবন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে আড়াই বছরের কন্যা শিশু মুনিয়া আক্তারকে হত্যার দায়ে পিতা শাহাদাত হোসেনকে যাবজ্জীবন কারদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। আসামি শাহাদাত হোসেন পলাতক রয়েছেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাড. আরিফুল হক টিটো জানান, ২০০৭ সালের ১১ এপ্রিল প্রতিপক্ষকে ফাঁসাতে কন্যা শিশু মুনিয়া আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে পিতা শাহাদাত হোসেন। আহত অবস্থায় ১২ এপ্রিল পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় প্রথমে শাহাদাত বাদি হয়ে তার চাচাতো ভাই আব্দুর রহমান গংদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশের তদন্তে হত্যার মূল ঘটনা বেরিয়ে আসলে একই বছরের ৪ সেপ্টম্বর পুলিশের এসআই নাজমুল করিম বাদি হয়ে পিতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বুধবার শুনানি শেষে আদালত এ রায় দিলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close