গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৯

সংবাদ প্রকাশের পর

ঝাড়ু বিক্রেতা শাকিল এখন স্কুলছাত্র

প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ঝাড়– বিক্রেতা শাকিল মিয়া (১০) ভর্তি হলেন স্কুলে। তার পড়াশোনার দায়িত্ব নিলেন আইটি উদ্যোক্তা আশরাফুল আলম খান হিমেল।

গত বছরের ১৬ ডিসেম্বর প্রতিদিনের সংবাদে ‘শাকিলের আফসোস, মন চায় ঝাড়– ফেলে কলম ধরি’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি আইটি উদ্যোক্তা হিমেলের নজরে আসলে তিনি শাকিলের পড়াশোনার দায়িত্ব নিতে আগ্রহ দেখান। পরে গত সোমবার দুপুরে আইটি উদ্যোক্তা হিমেলের আর্থিক সহযোগিতায় শাকিলকে মইলাকান্দা ইউনিয়নের ইক্বরা কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয়।

স্কুলে ভর্তি কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ বণিক, ভোরের কাগজের প্রতিনিধি তিলক রায় টুলু, প্রতিদিনের সংবাদের রাকিবুল ইসলাম রাকিব, আজকালের খবরের মোস্তাফিজুর রহমান বোরহান, ইক্বরা কিন্ডারগার্টেনের পরিচালক সাইফুল ইসলাম, শাকিলের বাবা খোকন মিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close