শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০১৯

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়লার স্তূপ

নাক-মুখ চেপে রাস্তায় দাঁড়াল শিক্ষার্থীরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আবর্জনা ফেলার প্রতিবাদে স্থানীয় স্কুল-মাদরাসার শিক্ষার্থী ও ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ময়লার স্তূপের পাশে নাক-মুখ চেপে দাঁড়ায় শিক্ষার্থীরা।

উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি, নদী পরিব্রাজক দল ও স্টুডেন্ট এন্ড হিউম্যান লিংকের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন, সাহিত্য পরিষদের স¤পাদক গীতিকার মোহসিন আহমেদ, লেখক ফজর আলী, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার স¤পাদক মিসকাত রাসেল, স্টুডেন্ট লিংকের প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন খোকন, সংগঠক জাহাঙ্গীর আলম, রোহান সারোয়ার রিপন, শিপন ছাড়াও এলাকার সাধারণ ভুক্তভোগী মানুষ। বক্তরা পরিচ্ছন্ন একটি নগরী গড়তে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close