ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০১৯

ভূঞাপুরে নকল সার কারখানা সিলগালা

টাঙ্গাইলের ভূঞাপুরে নকল সার উৎপাদন ও বাজারজাত করার দায়ে আবুল কালাম আজাদ নামে এক জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আজাদ উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত আলী আজগর আলীর ছেলে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, দন্ডপ্রাপ্ত সার ব্যবসায়ী আবুল কালাম দীর্ঘদিন ধরে বাড়িতে নকল দস্তা ও ম্যাগনেসিয়াম সার উৎপাদন করে বাজারজাত করে আসছিল। কারখানাটি সিলগালা করে রাখা হয়েছে। শীঘ্রই মওজুতকৃত নকল সার নষ্ট করা হবে। উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান জানান, আবুল কালাম আজাদ এক সময় সারের ডিলার ছিলেন। কিন্তু তার ডিলারশীপের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। সে ডিলারশীপ নবায়ন না করে বাড়িতে নকল সার তৈরি এবং তা বাজারজাত করে আসছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close