হবিগঞ্জ প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৯

হবিগঞ্জে হত্যা মামলায় ৫২ আসামি কারাগারে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামে মতিউর রহমান হত্যা মামলার প্রধান আসামী আরজু মিয়াসহ ৫২ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলার অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার এই আদেশ প্রদান করেন। কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল এর সত্যতা নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল জানান, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আরজু মিয়া এবং আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর সকালে আরজু মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদ মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় পিটিয়ে হত্যা করা হয় মতিউর রহমানকে। আহত করা হয় অর্ধশতাধিক লোকজনকে। গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জনকে ঢাকার পঙ্গু হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার ৪দিন পর ১৭ ডিসেম্বর নিহত মতিউরের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে আরজু মিয়াকে প্রধান করে ৭২ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় এফআইআরভুক্ত ৫২ আসামী আদালতে গতকাল রোববার দুপুরে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close