ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় এখন মিলবে ভারতীয় ভিসা

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলোতে চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। জেলা শহরের খৈয়াশার এলাকায় একটি ভাড়া বাসায় নতুন এ কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে।

স্থানিয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে জেলার ওই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া হচ্ছে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে।

এ ব্যাপারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বশীল কেউ এখনো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন কথা বলেতে রাজী হননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close