চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৯

শিবগঞ্জে আ.লীগ নেতার ওপর হামলা : মামলায় আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায় স্থানীয় আ.লীগ নেতাসহ দুজনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে গতকাল শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর খোঁচপাড়ার মজিবুর রহমানের ছেলে নাঈম আলী (২২) ও একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫)। শিবগঞ্জ থানার এসআই (অপারেশন) আতিকুল ইসলাম জানান, উমরপুর ঘাট এলাকায় বসির আলী ও এমদাদুলের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গত শুক্রবার রাতে আটক করা হয়েছে। শনিবার তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলার বাদির অভিযোগ, হামলাকারীরা জামায়াত-শিবিরের ক্যাডার। থানায় ১২-১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় বসে ছিলেন এমদাদুল হক। এ সময় পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এমদাদুলকে বাঁচাতে বসির আলী এগিয়ে এলে তাকেও মারাত্মকভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে বসির আলী (৪২) শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উমরপুর খোঁচপাড়ার মোজাহার আলীর ছেলে। এমদাদুল হক ইউনিয়ন যুবলীগ সদস্য ও রফিকুল ইসলামের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close