দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৯

দুর্গাপুরে ৭ দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলার উদ্বোধন

ব্রিটিশবিরোধী টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে সাত দিনব্যাপী কমরেড মণিসিংহ মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মেলা উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান। প্রতি বছরের ন্যায় তাঁর স্মরণে উপজেলায় মেলা অনুষ্ঠিত হয়। মেলা ১২ থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত চলবে। দূর্গাপুর পৌর এলাকার বাগিচাপাড়া এমকেসিএম স্কুলমাঠ সংলগ্ন টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই মেলা উদ্বোধন করা হয়। পরে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে মেলা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক বাবু দূর্গা প্রসাদ তেওয়ারী, ডা. দিবালক সিংহসহ স্থানীয় রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close