নওগাঁ প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

নওগাঁয় স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক কর্মসূচি

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনামূলক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় শহরের তাজের মোড় হতে শুরু করে ভবানীপুর, কাঠালতলী হয়ে প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত পদযাত্রা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. শাহনেওয়াজসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন এ পরিস্কার অভিযানে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, শহর পরিস্কার রাখতে পৌরসভার একার পক্ষে সম্ভব না। এমনকি সরকারে কোন প্রজেক্টেও সম্ভব না। পরিস্কার রাখতে আমাদের সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা-আর্বজনা ফেলতে হবে। এছাড়া প্রতি শুক্রবার আমরা এক সঙ্গে হাঁটব। এতে করে কিছুটা হলেও আমরা সুস্থ থাকব।

উল্লেখ্য, প্রতি শুক্রবার সকালে পৌরসভার যে কোন ওয়ার্ডে সমবেত ভাবে হাঁটা এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close