যশোর প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

যশোরের আলোচিত পরিমল হত্যায় ১০ জন অভিযুক্ত

যশোরের মণিরামপুর উপজেলার আলোচিত ব্যবসায়ী পরিমল পাল হত্যা ও ডাকাতি মামলায় ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মদ্যে চারজন পলাতক আছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার সিংহ।

মামলা সূত্রে জানা গেছে, মণিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী পরিমল পাল ২০১৭ সালের ১ জুলাই রাত ১০টার দিকে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ভাই কার্ত্তিক পালকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে বাসায় ফেরেন। বাসার সামনে একদল ডাকাত পরিমল পালের হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। পরিমল ব্যাগ না ছাড়ায় কুপিয়ে জখম করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পলিয়ে যায়। গুরুতর আহত পরিমল পালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে নিহতের ভাই রতন কুমার পাল মণিরমাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ১২ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close