কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

কেশবপুরে পাখির জন্য বাসা

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের অফিস ক্যাম্পাস এলাকায় পাখির অভয়ারণ্য গোড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্যাম্পাস এলাকায় গাছে গাছে পাখির বাসা তৈরির জন্য ৫৫০টি হাড়ি বেঁধে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পাখির জন্য ব্যতিক্রম এ উদ্যোগ কেশবপুরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উপজেলার অফিসপাড়া এলাকায় দেখা যায়, গাছে গাছে হাড়ি বাঁধার দায়িত্ব পালন করেছেন একটি বাড়ি একটি খামার ও শিশু একাডেমির এন সি টি এফের সদস্যরা। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ছোট বড় প্রায় সকল গাছেই হাড়ি বাঁধা রয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্থানীয় প্রশাসন পাখির অভয়ারণ্য গোড়ে তুলতে ওই ব্যতিক্রম কাজ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, পাখির অভয়ারণ্য গোড়ে তোলার জন্য ক্যাম্পাসের প্রায় ২০০ ছোট-বড় বিভিন্ন গাছে ৫৫০টি হাড়ি বাঁধা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close