উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৯

উলিপুরে মন্ত্রীর আগমন ঘিরে ২ শিক্ষকের হাতাহাতি

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি’র আগমনে শুভেচ্ছা জানানো নিয়ে দুই শিক্ষক নেতার মধ্যে হাতাহাতি’র ঘটনা ঘটেছে। গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্ বলেন, বিষয়টি দুঃখজনক। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি কুড়িগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে উলিপুর হয়ে যাওয়ার পথে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান শিক্ষকদের অফিসে ডাকেন। সভাকক্ষে যাওয়ার আগে উপজেলা চত্বরে শিক্ষক নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধান শিক্ষক এমদাদুল হকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সম্পাদক রফিকুল ইসলাম আনছারী এগিয়ে আসলে তার সঙ্গে হাতাতাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক রফিকুল ইসলাম আনছারী বলেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন-এমদাদুল হকের কথা কাটাকাটি থামাতে গেলে আমি লাঞ্চিত হই। উপজেলা প্রধান শিক্ষক সমিতির সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, রফিকুল ইসলাম আনছারী মন্ত্রী মহোদয়ের বন্ধু পরিচয় দিয়ে উচ্চ-বাচ্য শুরু করলে এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close