ফরিদপুর প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০১৯

সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ায় অভিযোগ

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরনে এবং বিভিন্ন শ্রেণিতে নতুন ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সদরপুর উপজেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ করেছে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার অতিরিক্ত ফি না নেওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বন্ধ করে।

স্মারক লিপিতে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে, ২০১৯ সালের এসএসসিতে ফরম পূরনে বোর্ড ফি থেকে অতিরিক্ত দেড় হাজার টাকা ও নতুন শ্রেণিতে ভর্তির জন্য প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। প্রধান শিক্ষক ছাত্রদের বলেন, উক্ত ফি ম্যানেজিং কমিটি কর্তৃক নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মিয়ার সাথে কথা হলে তিনি জানান, বোর্ড ফি ছাড়া অতিরিক্ত কোন ফি আদায় করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close