সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০১৯

সিরাজগঞ্জ সদরে শতভাগ ডিজিটাল হাজিরা

দেশের প্রথম সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় শিক্ষকদের শতভাগ ডিজিটাল হাজিরা নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকরা তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে চলেছেন। শিক্ষকদের আগমন ও প্রস্থান যথা নিয়মে নিশ্চিত করতে উপজেলা পরিষদ ও শিক্ষা প্রশাসন এ উদ্দ্যোগ গ্রহণ করেন। গতকাল বুধবার সকালে জেলা সদর উপজেলার গৌরী আরবান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা পদ্ধতি পর্যবেক্ষন কালে প্রধান শিক্ষিকা নাজ শারমিন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রাক প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ বলেন, ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সকল পদক্ষেপ করেছেন তারই একটা অন্যতম নিদর্শন হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করা। এরই ধারাবাহিকতায় জেলার ২৪৫ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটাল করার কাজ সমাপ্ত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close