মাদারীপুর প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০১৯

ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানে জরিমানা

মাদরীপুরের রাজৈর উপজেলার রাজৈরবাজার এলাকায় গতকল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে চারটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজৈর বাজারে দুটি মুদি দোকানসহ চারটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দোকানগুলোয় পণ্যের মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, পণ্যের মোড়ক ব্যবহার না করা, ভেজাল পণ্য বা ওষুধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রনসহ বিভিন্ন বিষয়ে ত্রুটি থাকায় তাদের জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে বাজারের প্রায় সব দোকান মালিকরাই দোকান বন্ধ করে সরে পড়েন। ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত হাট-বাজারে আমাদের এ অভিযান চলমান থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close