জাবি প্রতিনিধি

  ০৯ জানুয়ারি, ২০১৯

সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে দলবদ্ধধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে কয়েকটি ভবন ও সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ ও সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) জাবি শাখা সম্পাদক মাহাতির মোহাম্মদ বলেন, ‘ আমরা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এরূপ ঘটনায় নিশ্চুপ থাকতে পারি না। আমরা নিশ্চুপ হলে অপরাধী সুযোগ পেয়ে যাবে। দেশের সকল নাগরিককে এসব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সঙ্গে সঙ্গে অপারধীরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close