কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৮

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে নারীসহ ১০জন আহত হয়। এ ঘটনায় ভূক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার দু’আসামিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার টুটুপাড়া গ্রামের জোনাবালী হাওলাদারের ছেলে কাবুল হাওলাদার (২৫) বাড়ির পাশের মাঠে ঘাস খাওয়ানোর জন্য গরু বেধে রাখে। এ সময় পার্শ^বর্তী টিহাটী গ্রামের জাফর শেখ (৬০) ওই স্থান থেকে কাবুল হাওলাদারের গরু ছেড়ে দিয়ে নিজের গরু বেঁধে রাখে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি জাফর শেখ তার বাড়িতে গিয়ে জানালে ঘটনার দিন সন্ধ্যায় জাফর শেখের চাচাতো ভাই সালাম শেখের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল লাঠি সোটা-নিয়ে কাবুল হাওলাদারের বাড়িতে হামলা চালায়। হামলায় নারীসহ ১০জন আহত হয়। গুরুতর আহত কাবুল হাওলাদার ও রিজিয়া বেগমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনায় পর কাবুল হাওলাদার বাদি হয়ে সালাম শেখসহ ১১জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার গভীর রাতে টিহাটী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে নাঈম শেখ ও ওমর শেখ নামের দু’আসামিকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, দু’আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close