আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৮

আমতলীতে বিরোধীয় জমিতে ১৪৪ ধারা জারি

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা মৌজার ৭ একর জমিতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে থানা পুলিশ। পাশাপাশি উক্ত জমিতে রোপনকৃত ধান কাটতে নিয়েধাজ্ঞা আরোপ করে নোটিশ প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার আমতলী থানা পুলিশ এ নিষেধাজ্ঞা জারি করে।

জানা গেছে, উক্ত খতিয়ান ও দাগের জমি ডিগ্রিপাপ্ত হয়ে মালিকানা দাবি করে আমতলী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছেন চন্দ্রা গ্রামের হারুন গাজী। তিনি নির্বাহী কোর্টে হামেজ উদ্দিন মাতবর, বাবুল মুন্সী, মাসুদ মাদবর, ছালাম মতবরসহ ২৭ জনের নামে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত জমিতে ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন।

আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, উক্ত জমিতে ১৪৪ ধারা জারি থাকায় বাদি বিবাদী উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close