গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০১৮

রংপুর চিনিকলে যান্ত্রিক ত্রুটি

৩ দিন ধরে আখ মাড়াই বন্ধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলে যান্ত্রিক ক্রুটির কারণে তিনদিন ধরে আখ মাড়াই বন্ধ রয়েছে। মিলটি গত শুক্রবার বিকালে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু করেছিল। কিন্ত মাড়াই শুরুর ৩০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে মিলটি বন্ধ হযে যায়। অনেক চেষ্ঠা করেও গতকাল সোমবার বিকাল ৪টা পর্যন্ত ত্রুটি সারাতে না পারায় গত তিনদিন ধরে বন্ধ রয়েছে চিনিকলের আখ মাড়াই কার্যক্রম।

চিনিকল সূত্রে জানা গেছে, বয়লারের পর্যাপ্ত স্টিম না হওয়ার কারণে মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে। এ ঘটনায় আখচাষীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের অদক্ষতা ও দায়িত্বহীনতাকেই দায়ী করছেন। তারা জানান, গত তিনদিন যাবত চিনিকল বন্ধ থাকায় চিনিকলে সরবরাহের জন্য আনা তাদের উৎপাদিত আখ শুকিয়ে যাওয়ায় তারা আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন। অবিলম্বে চিনিকলের অদক্ষ কর্মকর্তাদের সরিয়ে দক্ষ কর্মকর্তা দিয়ে চিনিকলটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আনোয়ার হোসেন আকন্দের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close